বাংলাদেশিদের জন্য জাপানের MEXT বৃত্তির আবেদনের সুযোগ ।


স্টাফ রিপোর্টার প্রকাশের সময় : জানুয়ারী ৯, ২০২৪, ৯:৫৬ পূর্বাহ্ন /
বাংলাদেশিদের জন্য জাপানের MEXT বৃত্তির আবেদনের সুযোগ ।

সাব্বির হোসেন| কুমিল্লা|৯ জানুয়ারি ২০২৪

জাপানে পড়াশোনার জন্য অন্যতম একটি বৃত্তি হলো ‘মেক্সট’/ MEXT। এটি আসলে MECSST। শব্দটি প্রকৃতপক্ষে Ministry of Education, Culture, Sports, Science and Technology। বড়সড় শব্দটির সংক্ষিপ্ত রূপ হলো ‘মেক্সট’।

আবেদনের যোগ্যতা:
১.আবেদনকারীকে অবশ্যই জাপানের সাথে কূটনৈতিক সম্পর্ক আছে এমন যেকোনো দেশের নাগরিক হতে হবে।

২.আবেদনকারীকে অবশ্যই ১৯৯৪ সালের ২ এপ্রিল থেকে ১ এপ্রিল ২০০৬ এর মধ্য জন্মগ্রহণকারী হতে হবে।
৩.আবেদনকারীকে অবশ্যই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হতে হবে।
৪.আবেদনকারীকে অবশ্যই নির্ধারিত ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

আবেদন প্রক্রিয়া:

ধাপ ১: অনলাইনে আবেদন

আবেদনকারীকে প্রথমে শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার সময় আবেদনকারীকে অবশ্যই প্রয়োজনীয় সকল তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে।

অনলাইন লিংক: http://103.4.145.251:3030/

ধাপ ২: প্রয়োজনীয় কাগজপত্র জমা

আবেদনকারীকে অনলাইনে আবেদন করার পর প্রয়োজনীয় কাগজপত্র শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত ঠিকানায় জমা দিতে হবে। আবেদনকারীকে উক্ত অনলাইন লিংকে তথ্য দাখিল করার পর সংশ্লিষ্ট সার্টিফিকেট, মার্কশিট, পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র, পুলিশ ক্লিয়ার‍্যান্স সার্টিফিকেট, Proficiency in Japanese Language -এর সনদ এবং অন্যান্য সকল ডকুমেন্ট এর সত্যায়িত কপিসহ আবেদনপত্রের Hard Copy সচিবালয়ের ২নং গেইট সংলগ্ন অভ্যর্থনা কক্ষে নির্ধারিত বক্সে সকাল ০৯টা থেকে বিকাল ৩:৩০টা পর্যন্ত জমা প্রদান করতে হবে। খামের উপর আবশ্যিকভাবে প্রেরক, প্রাপক (উপসচিব, বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখা, কক্ষ নং: ১৭০৬, ভবন নং ০৬, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয় ঢাকা), ID/Tracking Number এবং Program-এর নাম উল্লেখ করতে হবে। হার্ডকপি মন্ত্রণালয়ে জমাদানের শেষ তারিখ ১১.০১.২০২৪ খ্রিষ্টাব্দ তারিখ বৃহস্পতিবার বিকাল ৩:৩০ টা।

প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে Japanese Language Proficiency এর ওপর বিশেষ গুরুত্ব দেয়া হবে।প্রাথমিক পর্যায়ে আবেদন প্রাপ্তির পর যাচাই-বাছাই করে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রাথমিকভাবে প্রার্থী মনোনয়ন করা হবে।
মনোনীত প্রার্থীদের তালিকা শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।এর পরে মনোনীত প্রার্থীদের জাপান দূতাবাস কর্তৃক লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। জাপান দূতাবাস কর্তৃক চূড়ান্ত মনোনয়নের পর MEXT এর নির্ধারিত ফরমে আবেদন করার নির্দেশনা দেয়া হবে।

এই বৃত্তির সুযোগ-সুবিধা:

১.মাসিক উপবৃত্তি।

২.বিমান ভাড়া।

৩.চিকিৎসা খরচ।

৪.অন্যান্য সুযোগ-সুবিধা।

আবেদনের শেষ তারিখঃ ১০ জানুয়ারী ২০২৪