শামীম হাসান, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
গতকাল ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেন সুনামগঞ্জ-৪ আসনের আওয়ামিলীগ সমর্থিত প্রার্থী সাবেক পি এস সি,র চেয়ারম্যান ডঃ মোহাম্মদ সাদিক। তিনি এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তাঁর সমর্থক, ভোটার ও জনগণের নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। তাঁর ফেসবুক স্ট্যাটাসটি হুবুহু তুলে ধরা হল:-
★
প্রাণপ্রিয় সুনামগঞ্জ সদরও বিশ্বম্ভরপুরবাসী
আমার সালাম ও আদাব গ্রহণ করবেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ -৪ আসনে আপনারা বিপুলভোটে নির্বাচিত করে আমাকে কৃতজ্ঞতার বন্ধনে আবারও আবদ্ধ করেছেন।
বিজয়ের আনন্দঘন মুহুর্তে আমি সশ্রদ্ধচিত্তে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি ও স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের সুযোগ্য কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনাকে যিনি আমার প্রতি আস্থা ও বিশ্বাস রেখেছেন।
এই এলাকার জনগণ, আমার দলীয় নেতাকর্মী, প্রবাসীদের দাবি আদায় ও উন্নয়নের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আমাকে এই আসনে প্রার্থী হিসেবে মনোনীত করেছেন। প্রিয়নেত্রীর সিদ্ধান্তের প্রতি আস্থা ও বিশ্বাসের প্রতিদান দিয়ে সদর বিশ্বম্ভরপুরবাসী
ঐতিহাসিক জনরায়ের মধ্যদিয়ে সুনামগঞ্জ -৪ আসনের দায়িত্ব আমার হাতে তুলে দিয়েছেন। আমি আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমার প্রিয় নেত্রীর বিশ্বাস রক্ষা এবং এলাকার উন্নয়নে কাজ করে যাবো। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সদরও বিশ্বম্ভরপুর উন্নয়ন অগ্রযাত্রা ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।
আপনাদের সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
ড.মোহাম্মদ সাদিক
নব-নির্বাচিত সংসদ সদস্য — সুনামগঞ্জ -৪
আপনার মতামত লিখুন :