বীরগঞ্জে জামায়াত নেতার সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক ইন্তেকাল-দাফন সম্পন্ন


স্টাফ রিপোর্টার প্রকাশের সময় : ডিসেম্বর ৯, ২০২৪, ৫:০৩ অপরাহ্ন /
বীরগঞ্জে জামায়াত নেতার সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক ইন্তেকাল-দাফন সম্পন্ন

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ প্রতিনিধিঃ দিনাজপুর সদর সরকারি কলেজ মোড়ে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় জেলা জামায়াতের কর্ম পরিষদের সদস্য এবং জামায়াত কর্তৃক ঘোষিত দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের এমপি প্রার্থী, শীতলাই আলিম মাদ্রাসার প্রভাষক মাওলানা মোঃ খোদা বখস্ গুরুতর আহত হন। রোববার বিকাল পৌনে ৪টায় তিনি রংপুের ইন্তেকাল করেন। সোমবার দুপুরে উপজেলার দলুয়া উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হয়েছে। পরে মরহুমের পিতার পাশে প্রাণনগর কবরস্থানে দাফন সম্পন্ন হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি স্ত্রী, ১ কন্যা, ১ পুত্র সন্তান তার স্ত্রী সন্তান সম্ভাবা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মহুর্তেই বীরগঞ্জ ও কাহারোল এলাকায় শোকের ছায়া নেমে আসে। এর আগে গত শনিবার বিকালে দিনাজপুর সরকারি কলেজ মোড় এলাকায় এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হোন। তিনি বীরগঞ্জ থেকে দিনাজপুর শহরে আসার পথে এ দূর্ঘটনায় ঘটে। দূর্ঘটনায় আহত হবার পর স্থানীয়রা তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে মাওলানা খোদা বক্স স্বজন ও সাংগঠনিক শুভাকাঙ্খীরা হাসপাতালে ছুটে আসেন। অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের আইসিইউতে ভর্তি করা হয়। সন্ধ্যায় আরো উন্নত চিকিৎসার জন্য রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে তার একটি অপারেশন সম্পন্ন করা হয়। অবস্থার উন্নতি না হলে রংপুর কমিউনিটি ক্লিনিকে ভর্তি করে, মাথার গুরুত্বপূর্ণ একটি অপারেশন সফলভাবে সম্পন্ন করে। সিসিইউ তে নেয়া হয় এবং পরবর্তীতে আরও উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিউরো সাইন্স হাসপাতালে ভর্তির উদ্দেশ্যে হেলিকপ্টারে নেয়ার সময় মৃত্যু হয়েছে। এমন ইন্তেকালের সংবাদে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। দলের নেতা-কর্মী, মরহুমের শুভাকাঙ্ক্ষী, বিভিন্ন ধর্ম-বর্ণ, দল-মত, আদর্শের লোকেরা শেষবারের মতো তাদের প্রিয় মানুষটিকে একনজর দেখতে ছুটেছেন তার বাড়ী। স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন তার জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। এ বিষয়ে শোক প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সামাজিক সংগঠন। গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন মরহুমের শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি।
শোক বার্তা পাঠিয়েছেন জামায়াতের কেন্দ্রীয় নেতা, দিনাজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মোঃ আনিসুর রহমান, সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হকসহ আরও অনেকে।
শোক বার্তায় বলেন, মরহুম মাওলানা মোঃ খোদা বক্স ছিলেন একজন সৎ, নিষ্ঠাবান, সদালাপী, হাস্যোজ্জ্বল, বিনয়ী, আমলী আলেম এবং তিনি দ্বীন প্রতিষ্ঠার লড়াকু মজলুম সৈনিক।