বিসিওয়াইএসএ’র বার্ষিক সদস্য সম্মেলনেঅষ্টম কার্যনির্বাহী বোর্ড ২০২৪-২৫ ঘোষণা


স্টাফ রিপোর্টার প্রকাশের সময় : ডিসেম্বর ১, ২০২৪, ৫:২৮ অপরাহ্ন /
বিসিওয়াইএসএ’র বার্ষিক সদস্য সম্মেলনেঅষ্টম কার্যনির্বাহী বোর্ড ২০২৪-২৫ ঘোষণা

মাসুদ রানা জামালপুর জেলা প্রতিনিধি:-

বাংলাদেশ-চীন ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (বিসিওয়াইএসএ)’র ৮ম কার্যনির্বাহী বোর্ড ২০২৪-২৫ ঘোষণা করা হয়েছে। গত ৩০ নভেম্বর শনিবার বেইজিং সময় বিকেল ৬:০০ টায় বাংলাদেশ-চীন ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (বিসিওয়াইএসএ) এর ২০২৪-২৫ সেশনের নতুন কমিটি গঠন করা হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চীনে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মুন্সী ফয়াজ আহমেদ। সম্মানিত অতিথি হিসেবে বাংলাদেশে নিযুক্ত গণপ্রজাতন্ত্রী চীনের দূতাবাসের সাংস্কৃতিক ও শিক্ষা বিষয়ক কাউন্সেলর লি শাওপেং। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চীনের বেইজিংয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি মোছা: আশফিয়া আশরাফ। এসময় নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দের নাম ঘোষণা করেন ড. মোহাম্মদ সাহাব উল হক।

নব-নির্বাচিত এ কমিটি ২০২৪ সালের নভেম্বর মাস থেকে আগামী এক বছরের জন্য সংগঠনকে নেতৃত্ব দিবেন। ৩৩ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন পিএইচডি গবেষক মোঃ জান্নাতুল আরিফ ও পিএইচডি গবেষক ডাঃ মোঃ মনিরুজ্জামান শিহাব সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। নবগঠিত কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি ড. এস এম মিনহাস, আসগর আহমেদ, ইফতে খাইরুল হক ইমন, আব্দুল্লাহ আল বারী ভুবন ও উম্মে হাবিবা সাদিয়া, যুগ্ম সম্পাদক এন্ড্রু দাস শুভ্র, মো. আমিরুল ইসলাম, মো. আবু কাউসার, শুয়াইবা তাসনিম ও মুস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক নয়ন কুমার চৌধুরী, অফিস সম্পাদক রাওহা বিন মেজবা, অর্থ সম্পাদক মোহাম্মদ আদিল, প্রকাশনা সম্পাদক, কামরুজ্জামান, প্রচার সম্পাদক মিসবাহুল আমিন, গবেষণা ও উন্নয়ন সম্পাদক জি এম মাজহারুল ইসলাম, শিক্ষা সম্পাদক মো. রিজাউল করিম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আবু বকর হায়াত অর্ণব, মানবসম্পদ সম্পাদক রিয়ান হাসান, সামাজিক যোগাযোগ সম্পাদক মাইশা মমতাজ, সমাজ কল্যাণ সম্পাদক মো. সাইদুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক মো. রাকিবুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য আব্দুল্লাহ আল তানিম, কৃষ্ণ সরকার দীপু, মোঃ রিসার আব্দুল্লাহ, মোহাম্মদ আবরার ইয়াযদানী, লুবনা জাহান তাসনিন অনন্যা, ফাহিম শাহরিয়ার, নাইমা আক্তার, মোঃ নাঈম হাসান ও মো. রিফাদ উজ জামান।

নব নির্বাচিত সভাপতি মো. জান্নাতুল আরিফ বাংলাদেশ-চীন ইয়ুথ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনে ২০২৩-২০২৪ সেশনে সাধারণ সম্পাদক হিসেবে সাফল্যের সাথে দায়িত্ব পালন করেন। তিনি বিসিওয়াইএসএ’র প্রকাশিত অনলাইন ম্যাগাজিন “মহাপ্রাচীর” এর নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। আরিফ বর্তমানে চীনের বেইজিংয়ের নর্থ চায়না ইলেকট্রিক পাওয়ার ইউনিভার্সিটির পিএইচডি ক্যান্ডিডেট। নব-নির্বাচিত সাধারণ সম্পাদক ডাঃ মো. মনিরুজ্জামান (শিহাব) বাংলাদেশ-চীন ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনে ২০২৩-২০২৪ সেশনের সাংগঠনিক সম্পাদক ও নিউজ এন্ড পাবলিকেশন্স টীমের প্রধান হিসেবে সাফল্যের সাথে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি চীনের ক্যাপিটাল মেডিকেল বিশ্ববিদ্যালয়ের, বো’আই হাসপাতাল ও চায়না রিহ্যাবিলিটেশন রিসার্স সেন্টারে নিউরো-রিহ্যাবিলিটেশন বিভাগের দ্বিতীয় বর্ষের পিএইচডি শিক্ষার্থী। শিহাব জামালপুর জেলার মেলান্দহ উপজেলার দুরমুট ইউনিয়নের রুকনাই এলাকার মৃত আলহাজ মকবুল হোসেনের ছোট ছেলে।

এ প্রসঙ্গে গত ১৫-ই সেপ্টেম্বর ২০২৪ বিসিওয়াইএসএ এর ৮ম কার্যনির্বাহী বোর্ড ২০২৪-২৫ এর অনলাইন আবেদন গ্রহণ করা শুরু হয় এবং বিভিন্ন পদে মোট ১২১ টি আবেদন জমা পড়ে। প্রাথমিক বাছাই শেষে গত ২৮-ই সেপ্টেম্বর ও ৫ অক্টোবর ২০২৪ বাছাইকৃত প্রত্যেক প্রার্থীর দুই ধাপে সাক্ষাৎকার নেয়া হয়। নির্বাচন কমিশনের সর্বসম্মতিতে বিচার-বিশ্লেষণের পর যোগ্যতা সাপেক্ষে ২০২৪-২৫ সালের জন্য পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

২০২৪-২৫ কার্যনির্বাহী বোর্ডের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক অধ্যয়ন বিভাগের অধ্যাপক, বিসিওয়াইএসএ’র প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা ড. মোহাম্মদ সাহাব উল হক, গুয়ান্তং ইউনিভার্সিটি অফ ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্সের অধ্যাপক ড. মিরাজ আহমেদ, চীনের সাংহাই ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়াররিং সাইন্সের ইইই বিভাগের প্রভাষক ও বিসিওয়াইএসএ’র উপদেষ্টা ড. এ এ এম মুজাহিদ, চীনের জেঙঝু বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ও বিসিওয়াইএসএ’র উপদেষ্টা ডক্তর মুহম্মদ আশরাফুল আলম এবং চীনের হুয়াঝং ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের পিএইচডি শিক্ষার্থী মারুফ হাসান।

উল্লেখ্য, ২০১৫ সালে প্রতিষ্ঠিত বিসিওয়াইএসএ চীন প্রবাসী বাংলাদেশী শিক্ষার্থী এবং পেশাদারদের একটি প্ল্যাটফর্ম। ২০১৬ সালে কার্যক্রম শুরুর পর থেকে দুটি দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাড়াতে এবং চীনে অবস্থানরত বাংলাদেশীদের স্বার্থে কল্যাণমূলক কাজ করে যাচ্ছে সংগঠনটি। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত বর্তমান শিক্ষার্থী এবং চীনের বিভিন্ন খাতে কর্মরত বাংলাদেশী পেশাদারগণ বিসিওয়াইএসএ এর সদস্য হওয়ার জন্য যোগ্য। কমপক্ষে ৬ মাস চীনে পড়াশোনারত বাংলাদেশী শিক্ষার্থীবৃন্দ এবং কমপক্ষে পুরো ১ বছর চীনে অতিবাহিত করা পেশাদারগণ বিসিওয়াইএসএ এর সদস্য হতে পারবেন। ইএসএ এর সদস্য হতে পারবেন।