বিভা স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত ক্লাস পার্টি


স্টাফ রিপোর্টার প্রকাশের সময় : নভেম্বর ৩০, ২০২৪, ৪:৫৬ অপরাহ্ন /
বিভা স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত ক্লাস পার্টি

এস হোসেন মোল্লা —
আজ ৩০শে নভেম্বর রোজ শনিবার রাজধানীর দক্ষিণখানের কাওলায় অবস্থিত বিভা স্কুল এন্ড কলেজে ক্লাস পার্টি অনুষ্ঠিত হয় ।

সরেজমিনে দেখা যায়, বেলা সাড়ে দশটায় জাতীয় সংগীত পরিবেশন ও কোরআন তেলাওয়াতের মাধ্যমে উক্ত আনন্দ উৎসব শুরু হয়। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক-শিক্ষিকা মন্ডলীও সংগীত পরিবেশন করেন। শিক্ষকদের মধ্যে যারা সংগীত পরিবেশন করেন তারা হলেন সংগীত শিক্ষক শোয়েব হোসেন,প্রিন্সিপাল মোঃ মোরশেদ আলম ও ভাইস প্রিন্সিপাল স্বপ্না।মূলত: সুশীল সমাজের জনপ্রিয় সংগীত পরিবেশনের মাধ্যমে সুস্থ-সুন্দর মানের সাংস্কৃতিক অনুরাগী হিসেবে নিজেদের পরিচয় ও ব্যক্তিত্ব ফুটিয়ে তোলেন বিদ্যালয় কর্তৃপক্ষ ।

সাংস্কৃতিক পরিবেশনার পরে কেক কাটা হয় এবং প্রতিটি ক্লাসে একক ও সম্মিলিতভাবে নাচে,গানে পুরোপুরি আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে স্মৃতিময় হয়ে ওঠে অনুষ্ঠানটি।সার্বিক সহযোগিতায় ছিলেন স্কুলের সমস্ত শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও ছাত্রছাত্রীরা। সাথে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীগণ।

জানা যায়,বিভা আইডিয়াল স্কুল বর্তমান যুগের চাহিদা অনুযায়ী শিক্ষা ব্যবস্থাপনায় সকল শিক্ষার্থীদের উন্নতমানের শিক্ষা,নৈতিকতা,চিন্তা-চেতনার প্রসার ও উজ্জ্বল ভবিষ্যৎ তৈরিসহ এক নতুন দিগন্তের সূচনায় বদ্ধপরিকর।প্রিন্সিপাল মোর্শেদ আলম দক্ষ,যোগ্য ও অভিজ্ঞ শিক্ষক হিসেবে খ্যাতির শেখরে আছেন বহু বছর যাবত ।

প্রিন্সিপাল জানান, অত্র এলাকায় বিভা স্কুলের দুটি শাখা চলমান। আমার এই শিক্ষা প্রতিষ্ঠান বেশ পুরাতন।করোনা মহামারীর আগ পর্যন্ত আমরা লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক চর্চায় শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রেখেছি।অত্র এলাকায় একমাত্র আমরাই নিয়মিতভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে সবাইকে মাতিয়ে রেখেছি। করোনার পর নানান সমস্যা কাটিয়ে উঠে নব উদ্যমে এবার কালচারাল স্কুল চালু করতে চলেছি। সকলের সহযোগিতা,ভালোবাসা ও দোয়া নিয়ে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ