পরিপাটি থাকলে বাড়ে আত্মবিশ্বাস


স্টাফ রিপোর্টার প্রকাশের সময় : নভেম্বর ২০, ২০২৪, ৮:১৮ পূর্বাহ্ন /
পরিপাটি থাকলে বাড়ে আত্মবিশ্বাস

ইসমত আরা ঈশাঃ নিজেকে সাজিয়ে গুছিয়ে পরিপাটি রাখতে সবাই পছন্দ করেন। শুধু তাই নয়, নিজেকে যেন সবচেয়ে আকর্ষণীয় দেখায়, সেভাবেই পরিপাটি থাকেন। নিজেকে সুন্দর করে সাজিয়ে রাখলে বাড়ে আত্মবিশ্বাস। বাড়িতে থাকাকালেও একটু পরিপাটিভাবে থাকলে মন উৎফুল্ল থাকে।

* খোলা চুলের কিছুটা পরিবর্তন এনে বেঁধে নিতে পারেন বিনুনি। আবার কখনও হয়তো খোঁপায় বাঁধা পড়েনি চুল, আজ না হয় সেটাই করলেন।

* হালকা ফেস পাউডারের ছোঁয়া বা চোখে আইলাইনারের টান মনের মধ্যে ভালো লাগার পরশ আনবেই। চোখে কাজল পরতে ভালোবাসলে, গোসলের পরে দুই চোখে একটু কাজলের রেখা টেনে দিয়েই দেখুন না, কেমন স্নিগ্ধতার পরশ ছুঁয়ে দেবে আপনার মন। চোখের সৌন্দর্য বৃদ্ধিতে মাশকারার ব্যবহার অনেক বেশি। কোনো কিছু দিয়ে না সেজেও শুধু চোখের পাপড়িতে হালকা মাশকারা বুলিয়ে নিলেই আপনাকে অসাধারণ লাগবে দেখতে।

মডেলঃ অরিন

* ড্রেসিং টেবিলে লিপস্টিকগুলো হয়তো পড়ে আছে, অনেক দিন ছুঁয়েই দেখা হয় না। তাতে কী, আজ না হয় কাজের ফাঁকে ঠোঁটে বুলিয়ে নিলেন প্রিয় রঙের লিপস্টিক। হালকা, উজ্জ্বল, কিংবা গ্লসি  যেটাই ভালো লাগুক সেটাই বুলিয়ে নিন ঠোঁটে।  

* বাইরে যখন প্রচন্ড গরম কিংবা নিজের ঘরেই অনেক গরম তখন ত্বকে টোনার ব্যবহার করুন। টোনার ব্যবহারে আপনার ত্বক উজ্জ্বল দেখাবে। কোনো ভারি মেকআপ নেওয়ার আগেও টোনার ব্যবহার করতে পারেন কারণ এটি আপনার মেকআপ বেশিক্ষণ ধরে রাখতে সাহায্য করবে।

* চাইলে আজ নিজেকে নতুনভাবে উপস্থাপনও করতে পারেন। এই যেমন অনেকদিন পরা হয় না এমন পোশাক আলমারি থেকে নামিয়ে নিলেন। মেকআপ না করেও আপনাকে মনে হবে আপনি নিজেকে যত্ন করে গুছিয়ে রেখেছেন, যদি আপনি উজ্জ্বল রঙের জামা পরেন। ব্রাইট হলুদ, গোলাপি, লাল, আকাশি, হালকা বেগুনি ইত্যাদি রঙের জামা পরলে আপনি আত্মবিশ্বাস  অনুভব করবেন। বিশেষ করে লাল রঙের জামা আমাদের আত্মবিশ্বাস  অনেক বাড়িয়ে দেয়। সাজগোজ করেননি বলে সুন্দর জামাটা পরবেন না, এমন কোনো কথা নেই। আলমারি থেকে আপনার পছন্দের সুন্দর কোনো উজ্জ্বল জামা পরে ফেলুন, তাহলে মেকআপের প্রয়োজন হবে না।