বিদেশে উচ্চ শিক্ষা আগ্রহীদের জন্য ইউকেওয়ে’তে থাকছে সুবর্ণ সুযোগ


অরণ্য শোয়েব প্রকাশের সময় : এপ্রিল ২৭, ২০২৪, ১:৩৭ অপরাহ্ন /
বিদেশে উচ্চ শিক্ষা আগ্রহীদের জন্য ইউকেওয়ে’তে থাকছে সুবর্ণ সুযোগ

একজন স্টুডেন্ট যখন বিদেশে পড়াশোনা করার ইচ্ছে প্রকাশ করেন তখন মাথায় প্রথম যে বিষয়টি আসে সেটি হচ্ছে একটি বিশ্বাসযোগ্য ভিসা এপ্লিকেশন সেন্টার অথবা এজেন্সি। শুধুমাত্র ঢাকা শহরেই রয়েছে প্রায় ২৫৬ টির উপরে ভিসা এসিস্ট্যান্ট হেল্পিং প্রতিষ্ঠান বা এজেন্সি। এরমধ্যে অধিকাংশই মেডিকেল বিজনেস, ভুয়া ভিসা প্রদান, ফেক অফার লেটার, এমনকি লম্বা সময় অপেক্ষা করানো লোক ঠকানো প্রতিষ্ঠান। খুবই কম আছেন যারা সেবা আগে টাকা পরে নিয়ে প্রতিষ্ঠান চালান। বাংলাদেশের মধ্যে সেরা দশটি ভিসা সহায়তাকারী প্রতিষ্ঠান এর মধ্যে কাজ বিচার ও সেবার মান এবং বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠানের মধ্যে ইউকে ওয়ে-UKWAY গ্লোবাল এডুকেশন কন্সাটেন্টস অন্যতম।

এই এজেন্সির পরিচালক হচ্ছেন আরিফুল ইসলাম রুবেল। দীর্ঘ সময় ধরে তিনি সুনামের সহিত প্রতিষ্ঠান চালাচ্ছেন।শত শত স্টুডেন্টকে তারা বিভিন্ন দেশে উচ্চ শিক্ষার জন্য পাঠিয়েছেন। চাঁদের দাগ থাকলেও এই প্রতিষ্ঠানের নেই কোনো বদনাম। বর্তমানে তারা UK, USA, Australia and Canada নিয়ে কাজ করছেন।তাদের সাথে কথা হলে ইউকে ওয়ে-UKWAY গ্লোবাল এডুকেশন কন্সাটেন্টস এর কান্ট্রি ডিরেক্টর তরিকুল ইসলাম রাজিব বলেন, আমাদের কাছে প্রত্যেক স্টুডেন্টের স্বপ্ন অনেক বড় কিছু। আমরা সবসময় চেস্টা করি তাদের পাশে থেকে তাদের সব ধরনের হেল্প করতে। আপনাদের প্রতিষ্ঠান থেকে একজন স্টুডেন্ট কি কি সেবা পেতে পারে জানতে চাইলে তিনি বলেন, 1) পরামর্শ 2) বিষয় এবং বিশ্ববিদ্যালয় নির্বাচন 3) প্রাক-আবেদন ডকুমেন্টেশন 4) বিশ্ববিদ্যালয়ের আবেদন
5) ইন্টারভিউ প্রস্তুতি 6) পেমেন্ট 7) ভিসা আবেদন এবং জিটিই ডকুমেন্টেশন 8) ভিসার আবেদন: আমরা আমাদের বিশেষজ্ঞের মাধ্যমে শিক্ষার্থীদের পক্ষে ভিসার জন্য আবেদন করব, 9) সব ধরনের আবেদন ফি প্রদান,10) বাসস্থান বুকিং,11) এয়ার টিকেট বুকিং, 12) বিমানবন্দর পিকআপ
13) ১৮ বছরের কম বয়সী শিক্ষার্থীদের জন্য অভিভাবকত্ব।

এইসব এর বাহিরে একজন বিদেশগামী স্টুডেন্টদের জন্য আপনাকে কি করতে হবে? জানতে চাইলে ইউকে ওয়ে-UKWAY গ্লোবাল এডুকেশন কনসালট্যান্ট এর এজেন্সির পরিচালক আরিফুল ইসলাম রুবেল বলেন, আমাদের গ্লোবাল এডুকেশন কনসালট্যান্ট যুক্তরাজ্যে প্রতিষ্ঠিত কোম্পানি শিক্ষার্থীদের তাদের চাহিদা, লক্ষ্য, যোগ্যতা, আর্থিক এবং কর্মজীবনের আকাঙ্ক্ষা অনুসারে উপযুক্ত বিশ্ববিদ্যালয়ে উপযুক্ত কোর্স নির্বাচন করতে সক্ষম করে তাদের সহায়তা প্রদান করছে । UKWAY Global Education consultant হল একটি অসাধারণ কনসালটেশন ফার্ম যারা শিক্ষা সেক্টরে প্রচুর অভিজ্ঞতার অধিকারী। আমাদের ভাল প্রশিক্ষিত এবং দক্ষ পরামর্শদাতারা প্রত্যেক ছাত্রের ব্যক্তিগত ইচ্ছা এবং লক্ষ্য গুলিকে তার অনন্য চরিত্র অনুসারে এক থেকে এক কাউন্সেলিং প্রদান করে। তারপর, তারা তাদের প্রত্যাশা পূরণ করে দেশ নির্বাচন, কোর্স এবং বিশ্ববিদ্যালয়/কলেজ নির্বাচনের জন্য শিক্ষার্থীদের নির্দেশিকা প্রদান করে। পরবর্তী কোর্সে যাওয়া, গুরুত্বপূর্ণ নেটওয়ার্কের সাথে সংযোগ স্থাপন, তাদের দক্ষতা এবং জ্ঞানের ক্ষেত্র অনুসারে সেরা সম্ভাব্য বিকল্পগুলির সাথে তাদের সম্পর্কযুক্ত করা সহ তাদের কর্মজীবনের লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত আমরা আমাদের শিক্ষার্থীদের সাথে প্রতিটি বড় পদক্ষেপ নিই।

তবে আরেক খবর হচ্ছে, ইংল্যান্ডের অনেক পুরোনো এক ইউনিভার্সিটি আসছে বাংলাদেশে ১৮৪ বছরের পুরোনো এক ইউনিভার্সিটি যেটা অবস্থিত ইংল্যান্ডের উইচেস্টারে যে শহরে ইংল্যান্ডের অনেক রাজা-রাণীর জন্ম। এই বিখ্যাত শহরের ইউনিভার্সিটি অফ উইনচেস্টার আসছে বৃটিশ কোম্পানি UKWAY Global Education Consultants এর বাংলাদেশের অফিসে, যারা প্রতি বছর শিক্ষার্থীদের বিদেশে উচ্চ শিক্ষা অর্জনে সহায়তা করে যাচ্ছে। আগামী ২রা এবং ৪ঠা মে ইউনিভার্সিটি অফ উইনচেস্টারের হেড অফ ইন্টারন্যাশনাল রিক্রট্মেন্ট ডেভিড স্ট্রিট আসছেন UKWAY Global Education Consultants এর বাংলাদের অফিসে যেটা অবস্থিত ঢাকার ধানমন্ডি১৫ এর কেয়ারি প্লাজাতে। এই ইভেন্টে শিক্ষার্থীরা পাচ্ছে সরাসরি ডেভিড ডেভিড স্ট্রিট এর সাথে কথা বলার সুযোগ। যার মাধ্যমে শিক্ষার্থীরা উইনচেস্টারের জীবনযাত্রা এবং পড়াশোনা নিয়ে ধারণা পাবে। উইনচেস্টারে পড়তে ইচ্ছুক শিক্ষার্থী রা পাবে সর্বোচ্চ স্কলারশিপ এবং ইউনিভার্সিটি অফ উইনচেস্টারের পক্ষ থেকে উপহার সামগ্রী। যারা বিদেশে উচ্চ শিক্ষা গ্রহণে আগ্রহী তাদের জন্য এই ইভেন্টে এক সুবর্ণ সুযোগ।