চেহারা ও ভাবমাপ গেটআপ অনেকটাই বি-টাউনের রণভীর সিং এর মত। অন্যদিক দিয়ে বডিফিটনেস লক্ষ করলে জন আব্রাম আর নাচেন ঠিক শহিদ কাপুরের মত।পুরো কপিক্যাট হলেও তিনি ঢাকাই সিনেমার চিত্রনায়ক সাঞ্জু জন।
চিত্রনায়ক সাঞ্জু জন বর্তমানে অপারেশন জ্যাকপট সিনেমায় কাজ করছেন।সিনেমাটি যৌথভাবে পরিচালনা করছেন ওপার বাংলার জনপ্রিয় নির্মাতা রাজিব বিশ্বাস এবং বাংলাদেশের দেলোয়ার জাহান ঝন্টু। অপরদিকে গত ১৯ তারিখ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন -বিএফডিসিতে হয়ে গেল চলচ্চিত্র শিল্পীদের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। দুটি প্রতিদ্বন্দ্বী প্যানেল ছিল। একটি ছিল নিপুন-কলি পরিষদ ওপরটি ছিল ডিপজল-মিশা পরিষদ। ফলাফল আসে বিপুল ভোটে ডিপজল-মিশা পরিষদ এর অধিকাংশ ক্যান্ডিডেট জয়লাভ করেন।
ডিপজল-মিশা পরিষদে কার্যনির্বাহী সদস্য হিসেবে সেখানে লড়েন চিত্রনায়ক সাঞ্জু জন। তবে সামান্য কিছু ভোটের জন্য হেরে যান তিনি। তবে না জিতেও ভালোবাসা পেয়ে গেছেন অবিরত।তার সাথে কথা হলে তিনি বলেন, ভোটে হেরেছি তবে ভালোবাসায় জিতেছি সবার। এত কস্ট করেছি এত শিল্পীদের ভালোবাসা পেয়েছি এটা অনেক। আমি চেস্টা করেছি আমার মত সবাইকে নিয়ে সামনে অগ্রসর হতে তবে খারাপ কিছুটা লাগছে সামান্য কয়েকটি ভোটের জন্য হেরেছি, একটু তো খারাপ লাগছে। তবে সিনেমার জন্য কাজ করব এবং শিল্পীদের জন্য কাজ করে যাবো এটাই আমার প্রতিশ্রুতি।এবং শিল্পী সমিতির জন্য আমি সবসময় কাজ করে যাবো সবাই যেন আমার জন্য দোয়া করে।
আপনার মতামত লিখুন :