আভরাল সাহির কণ্ঠশিল্পীর পাশাপাশি এ সময়ের আলোচিত সুরকার ও সংগীতায়োজকদের তালিকায় জায়গা করে নেওয়া এক তরুণ তুর্কি। নিজের মেধা মনন আর কাজের প্রতি একাগ্রতা তাকে এনে দিয়েছে এই সাফল্য। অন্যদিকে, শাম্মী বাবলী রবীন্দ্রভারতী ও শান্তিনিকেতন থেকে সঙ্গীতে নিয়েছেন উচ্চশিক্ষা। গানকে ধ্যান- জ্ঞান করেই চলতে চান আগামীর পথ।
আভরাল সাহির ও শাম্মী বাবলী গীতিকবি সোমেশ্বর অলির কথায় জুটি বেঁধে করেছেন নতুন গান। গানের শিরোনাম “ তুমি আমার কে”। “তুমি আমার কে” শিরোনামের এই গানটি এবারের ঈদে দীর্ঘ বিরতির পর দেশের অন্যতম অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান সুলতান এন্টারটেইনমেন্ট থেকে ১৯ই এপ্রিল প্রকাশ পাচ্ছে।
আভরাল ও শাম্মি বাবলীর দ্বৈত এই গানটির কাব্যমালা সাজিয়েছেন সোমেশ্বর অলি। সুর ও সঙ্গীতায়োজন করেছেন আভরাল সাহির নিজেই। কক্সবাজারের মনোরম লোকেশনে চিত্রায়ন করে অনেকটাই ভিন্ন আঙ্গীকে গানটির ভিডিও নির্মাণ করেছেন সময়ের আলোচিত ভিডিও নির্মাতা মাহিন আওলাদ। ভিডিওতে দর্শক দেখেতে পারে আভরাল সাহির ও মডেল অভিনেত্রী জেবা জান্নাতের রসায়ন।
নতুন এই গান নিয়ে আভরাল বলেন, ‘তুমি আমার কে’ গানটি চমৎকার একটি রোমান্টিক গান। আর গানের সাথে মিল রেখেই দারুণ ভিডিও নির্মাণ করছেন মাহিন ভাই। আশা করছি গানটি সবার ভালো লাগবে।
আপনার মতামত লিখুন :