দেশের জনপ্রিয় তারকা নিরব হোসেন। একজন মডেল হিসেবেই তিনি শোবিজে যাত্রা করেছিলেন। এরপর থিতু হন অভিনয়ে। নিরব আজকাল সিনেমাতেই বেশি ব্যস্ত। তবে নানা পণ্যের প্রচারে নিয়মিত দেখা যায় তাকে।
সেই ধারাবাহিকতায় সম্প্রতি তিনি যুক্ত হলেন দ্য ম্যান কোম্পানি বাংলাদেশের সঙ্গে। প্রতিষ্ঠানটির শুভেচ্ছাদূত হিসেবে কাজ করবেন এই চিত্রনায়ক।
দ্য ম্যান কোম্পানি বাংলাদেশের পক্ষ থেকে এক ঘোষণা দিয়ে এই তথ্য জানানো হয়েছে। ফেসবুকে তারা বলে, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি বাংলাদেশের জনপ্রিয় সেলিব্রিটি নিরব হোসেন আমাদের দ্য ম্যান কোম্পানি বাংলাদেশের ব্রান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন।
মার্সেলা ডিসট্রিবিউশন লিমিটেড উপমহাদেশের স্বনামধন্য এই কোম্পানিটি বাংলাদেশে নিয়ে এসেছে।
প্রতিষ্ঠানটি মনে করে, নিরবের মাধ্যমে বাংলাদেশের পুরুষদের আরও অত্যাধুনিক প্রেজেন্টেশনে ভূমিকা রাখতে পারে এবং মার্সেলার মাধ্যমে তার সঙ্গে যুক্ত হয়ে দ্য ম্যান কোম্পানির পণ্যের প্রচারে সহায়তা করবে। আমাদের বিশ্বাস উভয় পক্ষের ভবিষ্যৎ যাত্রা অত্যন্ত ফলপ্রসূ হবে।’
নিরব বলেন, ‘আরও একটি নতুন দায়িত্ব, নতুন অভিজ্ঞতার অপেক্ষা। আশা করছি ভালো কিছু হবে।’
আপনার মতামত লিখুন :