মঙ্গলবার(১২ মার্চ) দুপুরে ভারত মহাসাগরে ‘এমভি আবদুল্লাহ’ নামে বাংলাদেশি একটি জাহাজ সোমালিয়ার জলদস্যুদের কবলে পড়েছে। জাহাজে ২৩ বাংলাদেশি নাবিক ছিলেন ৷ তাদের পরিচয় সনাক্ত করা হয়েছে ৷
তারা হলেন- জাহাজের মাস্টার মোহাম্মদ আবদুর রশিদ, চিফ অফিসার আতিক উল্লাহ খান, সেকেন্ড অফিসার মোজাহেরুল ইসলাম চৌধুরী, থার্ড অফিসার এন মোহাম্মদ তারেকুল ইসলাম ৷
এছাড়াও , ডেক ক্যাডেট সাব্বির হোসাইন, চিফ ইঞ্জিনিয়ার এ এস এম সাইদুজ্জামান, সেকেন্ড ইঞ্জিনিয়ার মো. তৌফিকুল ইসলাম, থার্ড ইঞ্জিনিয়ার মো. রোকন উদ্দিন, ফোর্থ ইঞ্জিনিয়ার তানভীর আহমেদ, ইঞ্জিনি ক্যাডেট আইয়ুব খান, ইলেকট্রিসিয়ান ইব্রাহীম খলিল উল্লাহ,ক্রু মো. আনোয়ারুল হক, মো. আসিফুর রহমান, মো. সাজ্জাদ হোসেন, জয় মাহমুদ, মো. নাজমুল হক, আইনুল হক, মোহাম্ম শ্মসুদ্দিন, মো . আলী হোসেন, মোশাররফ হোসেন শাকিল, মো. শরিফুল ইসলাম, মো. নুর উদ্দিন ও মো. সালেহ আহমদ রয়েছেন ৷
এর মধ্যে কয়েকজন পরিবারের সাথে ক্ষুদে বার্তা বা ভয়েস মেসেজের মাধ্যমে যোগাযোগ করেছেন এবং তারা প্রার্থনায় রাখতে বলেছেন ৷
বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাখাওয়াত হোসেন গতকাল গণমাধ্যমকে জানিয়েছেন, জাহাজটি সোমালিয়ার দিকে নিয়ে যাওয়া হচ্ছে ৷ উদ্ধারের জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে ৷
উল্লেখ্য, ২০১১ সালের মার্চে সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি হয় বাংলাদেশি ২৫ নাবিক এবং প্রধান প্রকৌশলীর স্ত্রী। নানাভাবে চেষ্টার পর ১০০ দিনের মাথায় জলদস্যুদের কবল থেকে উদ্ধার করা হয় তাদের।
আপনার মতামত লিখুন :