চট্টগ্রামের অনুষ্ঠিত ৩ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হয় শ্রীলঙ্কা।
আজ দুপুরে মাঠে নামে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।টস জিতে ব্যাটিংয়ে জায় শ্রীলঙ্কা।
শ্রীলঙ্কা ৪৮ওভার ৫বলে সব উইকেট হারিয়ে সংগ্রহ করে ২৫৫রান।
শ্রীলঙ্কার পক্ষে কুসাল মেন্ডিছ করেন ৭৫বলে ৫৯রান।জানিথ লিয়ানাগে করেন ৬৯বলে৬৭রান। বাংলাদেশের পক্ষে মোঃ শরিফুল ইসলাম, তাসকিন আহমেদওতানজিম হাসান সাকিব নেন ৩টি করে উইকেট।
২৫৬রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশ দল ৪৪ওভার ৪বলে ৪উইকেট হারিয়ে সংগ্রহ করে ২৫৭রান।
বাংলাদেশের পক্ষে নাজমুল হোসেন শান্ত করেন করিয়ার ৩য় শতক।১২৯বলে১২২রান।
মুশফিকুর রহিম তুলে নেন ৫০তম ফিফটি।৮৪বলে৭৩রান। মাহামুদুল্লাহ করেন ৩৭বলে৩৭রান।
শ্রীলঙ্কার পক্ষে দিলশান নেন ২উইকেট।
বাংলাদেশ ৬উইকেটে জয়ের দেখা পায়।১-০তে সিরিজে এগিয়ে বাংলাদেশ।
আপনার মতামত লিখুন :