সিলেটে শুরু হওয়া ৩ম্যাচ টি20সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হয় শ্রীলঙ্কা।টস জিতে ব্যাট করতে পাঠায় শ্রীলঙ্কা কে।
শ্রীলঙ্কা নির্ধারিত ২০ওভার শেষে ৫উইকেট হারিয়ে সংগ্রহ করেন ১৬৫রান। শ্রীলঙ্কার পক্ষে কুসাল মেন্ডিছ করেন ২২বলে ৩৬রান।কামান্ডু মেন্ডিছ করেন ২৭বলে৩৭রান। বাংলাদেশের পক্ষে তাসকিন আহমেদ ও মোস্তাফিজ এবং মেহেদী হাসান নেন ১টি করে উইকেট।
১৬৬রানে লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশ নির্ধারিত ১৮ওভার ১বলে ,২উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৭০রান।
বাংলাদেশ পক্ষে নাজমুল হোসেন শান্ত করেন ৩৮বলে৫৩রান। লিটন দাশ করেন ২৪বলে ৩৬ রান। তৌহিদ রিদয় করেন ২৫বলে ৩২রান। শ্রীলঙ্কার পক্ষে পাথিরানা নেন ২টি উইকেট।
বাংলাদেশ ৮উইকেটে জয়ের দেখা পায়। বর্তমান সিরিজে ১-১সমতা বিরাজ করছে।
৩য় ম্যাচ ৯ মার্চ বিকাল ৩টাই।
আপনার মতামত লিখুন :