সংবাদাতা মোঃ নাজিমুল ইসলাম
সিলেটে শুরু হওয়া ৩ম্যাচ টি20সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হয় শ্রীলঙ্কা।টস জিতে বাংলাদেশ ব্যাটিংয়ে পাঠায় শ্রীলঙ্কা কে।
শ্রীলঙ্কা নির্ধারিত ২০ওভার শেষে ৩উইকেটে সংগ্রহ করে ২০৬রান। তাদের মধ্যে কুসাল মেন্ডিছ করেন ৩৬বলে৫৯রান।সাদিরা সামিরা উকরিমা করেন ৪৮বলে৬১রান।আসালাংকা করেন ২১বলে৪৪রান। বাংলাদেশের পক্ষে মোঃ শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ রিসাদ হোসেন নেন ১টি করে উইকেট।
২০৭রানে লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশ নির্ধারিত ২০ওভার শেষে সংগ্রহ করে ৮উইকেট হারিয়ে সংগ্রহ করে ২০৩রান। বাংলাদেশের ওপেনিং ব্যাটসম্যানরা ভালো করতে পারে নাই। বাংলাদেশ পক্ষে জাকির হোসেন করেন ৩৪বলে৬৮রান। মোঃ মাহামুদুল্লাহ রিয়াদ করেন৩১বলে৫৪রান। শ্রীলঙ্কার পক্ষে ম্যাথয়েড ওআসালাংকা ফারডু নেন ২টি করে উইকেট।মেনব দা ম্যাচ হন আসালাংকা।১-০তে সিরিজে এগিয়ে শ্রীলঙ্কা।
আপনার মতামত লিখুন :