ক্যান্সারে আক্রান্ত ব্রিটেনের রাজা চার্লসস্টাফ রিপোর্টার:


স্টাফ রিপোর্টার প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৬, ২০২৪, ৩:৫২ পূর্বাহ্ন /
ক্যান্সারে আক্রান্ত ব্রিটেনের রাজা চার্লসস্টাফ রিপোর্টার:

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ক্যানসারে আক্রান্ত হয়েছেন।বলে জানিয়েছে বিবিসি ৷ সোমবার একপ্রতিবেদনে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যমটি ৷

বিবিসি জানায়, প্রোস্টেট বেড়ে যাওয়ায় চিকিৎসা নেয়ার জন্য জানুয়ারির শেষে রাজা চার্লস হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেসময় তার ক্যানসার ধরা পড়ে। তবে তিনি প্রোস্টেটের ক্যানসারে আক্রান্ত হয়েছেন কিনা তা এখনো গণমাধ্যমের কাছে প্রকাশ করা হয়নি।

বাকিংহাম প্যালেস এক বিবৃতিতে বলেছে, সোমবার থেকে রাজার ‘নিয়মিত চিকিৎসা’ শুরু হয়েছে। রাজা তার চিকিৎসা নিয়ে পুরোপুরি আশাবাদী এবং যত দ্রুত সম্ভব স্বাভাবিক দায়িত্ব পালনে ফিরে আসার অপেক্ষায় আছেন।

এদিকে,ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে লিখেছেন, ‘রাজা দ্রুতই পরিপূর্ণভাবে আমাদের মাঝে ফিরে আসবেন, তাতে কোনো সন্দেহ নেই। সমগ্র জাতি তার মঙ্গল কামনা করছে।’

উল্লেখ্য,মা রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর ২০২২ সালের সেপ্টেম্বরে ব্রিটেনের রাজা হিসেবে অভিষিক্ত হয়েছিলেন এই তৃতীয় চার্লস৷