স্টাফ রিপোর্টার:
“পড়ো বই গড়ো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ,”এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা-২০২৪ ৷
শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি। বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং সোহরাওয়ার্দী উদ্যানে আজ শুরু হতে যাচ্ছে বইমেলা ৷
বাংলা একাডেমির আয়োজনে বইয়ের এ উৎসবে প্রায় সাড়ে ১১ লাখ বর্গফুট আয়তনের মাঠে ৬৩৫টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এর মধ্যে একাডেমি প্রাঙ্গণে ১২০টি প্রতিষ্ঠান ১৭৩টি ইউনিট এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৫১৫টি প্রতিষ্ঠান ৭৬৪ ইউনিট বরাদ্দ পেয়েছে। বাংলা একাডেমি প্রাঙ্গণে ১টি ও সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৩৬টি প্যাভিলিয়ন থাকবে।
বৃহস্পতিবার বেলা ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বইমেলা উদ্বোধন করবেন। ‘কালেক্টেড ওয়ার্কস অব শেখ মুজিবুর রহমান : ভলিউম-২’ সহ কয়েকটি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করবেন। এদিন তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারও প্রদান করবেন।
এবার বইমেলার বিন্যাস গতবারের মতো রাখা হয়েছে; তবে কিছু আঙ্গিকগত পরিবর্তন আনা হয়েছে। বিশেষ করে মেট্রোরেল স্টেশনের অবস্থানগত কারণে গতবারের মেলার বাহির-পথ এবার একটু সরিয়ে মন্দির-গেটের কাছাকাছি নেওয়া হয়েছে। এছাড়া টিএসসি, দোয়েল চত্বর, এমআরটি বেসিং প্ল্যান্ট এবং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন অংশে মোট ৮টি প্রবেশ ও বাহির-পথ থাকবে।
আপনার মতামত লিখুন :