মোঃ জাহিদুল ইসলাম শিহাব সন্দ্বীপ
ইসলামি ও সামজিক সংগঠন সন্দ্বীপ ইসলাহুল মুসলিমিন ফাউন্ডেশনের ৮ম হিফজুল কুরআন প্রতিযোগিতা ২৭ জানুয়ারী শনিবার দিন ব্যাপী শিবের হাট বাজার মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়।
সন্দ্বীপের ২৮ টি মাদ্রাসার ৯২ জন ছাত্র ছাত্রী এ প্রতিযোগিতায় অংশ গ্রহন করে।
বাদ এশার প্রতিযোগিতা শেষ করে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সন্দ্বীপ ইসলাহুল মুসলিমিন ফাউন্ডেশনের সভাপতি মাওলানা আবদুর রহিমের সভাপতিত্বে সংগঠনের মাদ্রাসা বিষয়ক সম্পাদক মাওলানা মানজিরুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, আল জামিয়া আল ইসলামীয়া পটিয়ার সিনিয়র শিক্ষক, ও (ইসলামী স্টাডিজ( সর্টকোর্স) বিভাগের পরিচালক হাফেজ মাওলানা মুহাম্মদ ফোরকান, সারিকাইত দারুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা ইসা সাহেব, সন্তোষপুর হোসাইনা মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মুফতি মানজিরুল হাসান, মীর মাইনুদ্দীন মাদ্রাসার সাবেক পরিচালক হাফেজ মুহাম্মদ মুস্তফা, সংগঠনের সাধারণ সম্পাদক আকরাম সাদি, সহ সভাপতি মাওলানা আবু আসলাম, মাওলানা আনজার, হাফেজ মাওলানা মাসুম, মাওলানা জোবায়ের, সমাজকর্মী মাইনুদীন ভূইয়া ও দিদারুল আলম।
প্রতিযোগিতায় ক খ গ গ্রুপের মোট ২৭ জন পুরস্কার প্রদান করার হয়। উক্ত প্রতিযোগীতায় প্রথম স্থান অর্জন করে সন্তোষপুর হোসাইনিয়া কাশেমুল উলুম মাদ্রাসা।
এছাড়াও মিডিয়া পাটনার হিসাবে সম্মাননা প্রদান করে, দৈনিক কালের কন্ঠ, বিজয় টিভি, প্রতিদিনের সংবাদ, যায় যায় দিন, তৃতীয় মাত্রা, ডেল্টা টাইমস, আজাদী, সাঙ্গু, পূর্বদেশ, আলোকিত সন্দ্বীপ, ও সন্দ্বীপ ২৪ কে।
আপনার মতামত লিখুন :