কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর গুগল জয়


স্টাফ রিপোর্টার প্রকাশের সময় : জানুয়ারী ২২, ২০২৪, ৬:০৪ অপরাহ্ন /
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর গুগল জয়

সাব্বির হোসেন। কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইসিটি ডিপার্টমেন্টের চতুর্থ ব্যাসের শিক্ষার্থী অবিক সরকার গুগল অ্যালগোরিদম চ্যালেঞ্জ ২০২৪-এ প্রথম স্থান অর্জন করেছেন।

অবিক সরকার বর্তমানে স্যামস্যাং বাংলাদেশের একজন সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত। অবিক সরকারের এই সাফল্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তারা উচ্ছ্বসিত। তারা অবিক সরকারকে অভিনন্দন জানিয়েছেন।

অবিক সরকার বলেন, “আমি এই সাফল্যে খুবই খুশি। আমি আমার পরিবার, বন্ধুবান্ধব, শিক্ষক এবং সহকর্মীদের প্রতি কৃতজ্ঞ। তাদের উৎসাহ ও সহযোগিতা ছাড়া এই সাফল্য সম্ভব হতো না।”

অবিক সরকারের এই সাফল্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এক গৌরবময় অর্জন হয়ে থাকবে। এটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।