শেবাচিম প্রতিনিধি:
বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) গত ছয় দিনে শুধু মাত্র শীতজনিত রোগে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) হাসপাতালের শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডা. উত্তম কুমার সাহা বিষয়টি স্থানীয় গণমাধ্যমকে নিশ্চিত করেন ৷
তীব্র শীতের কারণে শিশুরা ঠান্ডাজনিত রোগে বেশি আক্রান্ত হচ্ছে ৷ যার ফলে হাসপাতালটিতে শিশু ওয়ার্ডে রোগীর সংখ্যা আগের থেকে প্রচুর বৃদ্ধি পেয়েছে ৷
হাসপাতালটির শিশু ওয়ার্ডে মাত্র ৪৫ টি শয্যা থাকলেও সেবা নিচ্ছে তিনগুনেরও বেশি শিশু ৷ এছাড়া বহির্বিভাগে প্রতিদিন প্রায় চারশ শিশুকে সেবা দিচ্ছেন চার চিকিৎসক ৷ গত ১২ জানুয়ারি থেকে জ্বর-সর্দি, কাশি ও নিউমোনিয়ায় আক্রান্ত শিশুরা সেবা নিয়েছে।
এ ওয়ার্ডে প্রতিদিন গড়ে প্রায় ৩০ জন শিশু ভর্তি হচ্ছে। এবং এই ৬ দিনে চিকিৎসা নিয়েছে ১৮৩ শিশু এবং পাচঁ শিশু মারা গেছেন ৷
এদিকে গত সোমবার সারাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় বরিশালে ৯ ডিগ্রী সোলসিয়াস ৷ এর আগের দিন রবিবার যা ছিলো ১০.৫ ডিগ্রি সেলিসিয়াস।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) বরিশালে সর্বনিম্ন ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিলো ৷ তাছাড়া মৌসুমের লঘুচাপের কারণে এদিন সকাল ৯ টার পরে বেশ কিছু জায়গায় ঠান্ডা বাতাস সহ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয় ৷
আপনার মতামত লিখুন :