গুটিকয়েক লোকের ভোটে গঠিত সরকারের পতন অনিবার্য ইসলামী আন্দোলন বাংলাদেশ


স্টাফ রিপোর্টার প্রকাশের সময় : জানুয়ারী ১৭, ২০২৪, ৪:৩৫ অপরাহ্ন /
গুটিকয়েক লোকের ভোটে গঠিত সরকারের পতন অনিবার্য ইসলামী আন্দোলন বাংলাদেশ

ঠাকুরগাঁও প্রতিনিধি মোঃ নাজিমুল ইসলাম
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট না দিয়ে দেশের জনগণ এক অঘোষিত যুদ্ধের মাধ্যমে এই সরকারকে প্রত্যাখ্যান করেছে বলে দাবি করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। বললেন, গুটিকয়েক লোকের ভোটে গঠিত সরকারের পতন অনিবার্য।

বুধবার (১৭ জানুয়ারি) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সিটিউশনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত কেন্দ্রীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম জানান, ইসলামের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে, তার বিরুদ্ধে সবাইকে সচেতন ও প্রতিবাদী হতে হবে। সম্মেলনে চরমোনাই পীর সাহেব ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির নাম ঘোষণা করেন এবং তাদের শপথ পাঠ করান।