শিমুল খান চলচ্চিত্রের নিয়মিত মুখ। তিনি ঢাকাই বাংলা চলচ্চিত্রের অন্যতম একজন অভিনেতা। চলচ্চিত্র তার নেশা এবং পেশা। তিনি এখন পর্যন্ত দেশ-বিদেশের পঞ্চাশোর্ধ্ব চলচ্চিত্র এবং ওয়েব সিরিজে অভিনয় করেছেন। অভিনয় করেছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়কদের সাথে। তার মধ্যে শাকিব খান অন্যতম।
শাকিব খান এবং শিমুল খান দুজনেই নিজ যোগ্যতায় সিনেমার শিল্পী হয়েছেন। শাকিব খান প্রায় দুই যুগ ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাটিয়ে দিলেও শিমুল খান এক যুগ পার করার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। একই ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করার পরেও একই সিনেমায় তাদের দুজনকে কোনো এক অজানা কারণে দেখা গেছে মাত্র তিনবার। সম্রাট, মেন্টাল এবং সত্তা। এরপর আর তাদের দুজনকে এক ছবিতে দেখা যায়নি।
শিমুল খানকেও বিভিন্ন ভাবে বিভিন্ন সাক্ষাৎকার এবং ভিডিওতে প্রত্যক্ষভাবে শাকিব খান বিরোধী রুপে দেখা গেছে। এই নিয়ে শাকিব খানের বিশাল ভক্ত শ্রেণীতে শিমুল খানের প্রতি দীর্ঘদিন ধরে তৈরী ছিলো বৈরী ভাব। সেই বৈরী ভাব কাটাতে এবার একটি লাইভ ভিডিও করতে দেখা গেলো সুপারস্টার শাকিব খানের অনুজ অভিনয় শিল্পী, খল অভিনেতা শিমুল খান কে।
উক্ত লাইভ ভিডিওতে সিনিয়র শিল্পী চিত্রনায়ক শাকিব খান এবং তার বিশাল ভক্ত শ্রেণী ‘শাকিবিয়ান’দের উদ্দেশ্যে সম্মান এবং ভালবাসা প্রদান করে ক্ষমা চাইতে দেখা গেলো অপেক্ষাকৃত কনিষ্ঠ এই অভিনয় শিল্পীকে। লাইভ ভিডিওটির বিষয়ে অভিনেতা শিমুল খানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,
একমাত্র সন্তান ‘অথবা’র জটিল অসুস্থতার দরুণ আমি অভিনয় থেকে গত দুই বছর পুরোপুরি বিরতিতে ছিলাম। এই সময়টায় আমি কোনপ্রকার অভিনয়ের সাথে সম্পৃক্ত ছিলাম না। অবশেষে নিজের সন্তানকে মহান আল্লাহর রহমত এবং নিজেদের ঐকান্তিক চেষ্টায় পুরোপুরি সুস্থ করে আমি আবারো অভিনয়ে ফিরে এসেছি পর পর রায়হান রাফির দুটো ওয়েব ফিল্মে চমৎকার দুটো আলাদা রকম চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে। এছাড়া অপারেশন জ্যাকপট এরএর মতো হাই ভোল্টেজ সিনেমায় শ্যুটিং নিয়ে এই মুহুর্তে ব্যস্ত সময় কাটাচ্ছি। মাত্র দুই মাস হলো কাজে ফিরেই আমার হাতে এক ডজনের মতো নতুন সিনেমার অফার এসেছে। এছাড়া একাধিক ওয়েব ফিল্ম এবং সিরিজ করছি। সবমিলিয়ে এই এখন থেকে কাজের বাইরে অন্যকোন বিষয় নিয়ে অতীতের মতো আর অযথা মাথা ঘামাতে চাইনা। তাই একই ইন্ডাস্ট্রিতে একসাথে সবাই মিলে কাধে কাধ রেখে কাজ করে ঢাকাই সিনেমাকে বিশ্ব দরবারে তুলে ধরার ঐকান্তিক ইচ্ছাশক্তি থেকেই মুলত আমার আত্মোপলব্ধি হয়েছে শাকিব খান ভাইয়ের বিশাল ভক্ত শ্রেণীর কাছে সরি বলার বিষয়টা। আসলে বর্তমান ঢাকাই সিনেমার সিংহভাগ দর্শক শাকিব খানেরই। কাজেই তাদের ভালবাসা ছাড়া সামনে এগিয়ে যাওয়ার চিন্তা করা খুবই কঠিন ব্যপার। তাই শাকিব ভাইয়ের সব ভক্তদের উদ্দেশ্যে আমার এই লাইভ ভিডিও। খুব ভাল লাগছে যে, আমার আত্মোপলব্ধিটা শাকিব ভাইয়ের ৯৯ ভাগ ভক্তরা খুব সাদরে গ্রহণ করেছে এবং আমার প্রতি তারা তুমুল ভালবাসা প্রকাশ করেছে। আমি সত্যিই তাদের এই ভালবাসা পেয়ে অভিভুত। বাকি জীবন এবং ক্যারিয়ার এভাবেই সবার ভালবাসা নিয়ে পার করতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার পাশে থাকবেন।
আপনার মতামত লিখুন :