সুনামগঞ্জ বাণিজ্য মেলার আজ শেষদিন, পুরষ্কার প্রাইভেট কার


স্টাফ রিপোর্টার প্রকাশের সময় : জানুয়ারী ১৬, ২০২৪, ৭:২২ পূর্বাহ্ন /
সুনামগঞ্জ বাণিজ্য মেলার আজ শেষদিন, পুরষ্কার প্রাইভেট কার

শামীম হাসান
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি।

সুনামগঞ্জ শহরের ষোলঘর জেলা ক্রিড়া সংস্থার মাঠে অনুষ্ঠিত বাণিজ্য মেলার আজ শেষদিন। সুনামগঞ্জ উইমেন্স চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজ এর আয়োজনে গত মাস হতে শুরু হওয়া এ বাণিজ্য মেলায় উপচে পড়া মানুষের ঢল ছিল প্রতিদিন। বস্ত্র,ইলেকট্রনিক্স, ক্রোকারিজ,খাবার,সার্কাস সহ বিভিন্ন ধরণের রাইড ছিল প্রতিদিনের আয়োজনে। দীর্ঘদিন মেলা চলার পর আজ শেষ দিন। এবং শেষ দিনের আকর্ষণ হিসেবে থাকছে প্রবেশ টিকিটের উপর অনুষ্ঠিত র্্যাফেল ড্র। আর অন্যান্য সপ্তাহে ১ম পুরষ্কার হিসেবে মোটরসাইকেল থাকলেও আজ থাকছে একটি প্রাইভেট কার। আর এ পুরষ্কারকে উদ্দেশ্য করে জনতার মাঝে মেলা সম্পর্কে প্রবল আগ্রহ ও আকর্ষণের সৃষ্টি হয়েছে। আজ মেলা শুরুর প্রথম থেকেই দর্শনার্থীদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা যাচ্ছে। টিকিট কাউন্টারে দেখা গেছে লম্বা লাইন। দর্শনার্থীদের সাথে কথা বলে জানা যায় যে তারা প্রবল উৎকন্ঠা নিয়ে র্্যাফেল ড্র এর অপেক্ষা করছেন। উল্লেখ্য যে প্রতিটা প্রবেশ টিকিটের মূল্য ২০ টাকা মাত্র।গত এক সপ্তাহ ধরে সমগ্র সুনামগঞ্জের পথে প্রান্তরে প্রাইভেট কার পুরষ্কার ঘোষনা করে মাইকিং করে ঘোষণা করছে মেলা কর্তৃপক্ষ। তাছাড়া স্থানীয় কেবল অপারেটর ও গণমাধ্যম গুলোতেও ছিল ব্যাপক প্রচার-প্রচারণা। ইতিমধ্যে মেলার পুরষ্কার মঞ্চে সাজিয়ে রাখা হয়েছে পুরষ্কারের প্রাইভেট কারটি। এটা যেন মেলার সকল আকর্ষণের কেন্দ্রবিন্দু। সকল প্রকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার রেখেই আজ শেষ হতে যাচ্ছে সুনামগঞ্জ বাণিজ্য মেলা- ২০২৩।
সার্বিক ব্যবস্থাপনায় ছিল আয়ান এন্ড আকসা ইভেন্ট ম্যানেজমেন্ট।